Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

ওয়েব সাইটঃ http://rupganj.narayanganj.gov.bd

ইমেইলঃ unorupganj@mopa.gov.bd

নাগরিক সনদ (Citizen Chartar)

 ফেইসবুক : উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

 

 

ক্রমিক

সেবার নাম

সেবা প্রধানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রম্নম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রম্নম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

 

  1.  

মোবাইল কোর্ট পরিচালনার নথি ও সহি মোহরি নকল প্রদান

আবেদন প্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে

জেলা রেকর্ডরম্নম, নারায়ণগঞ্জ, জাতীয়, জেলা, উপজেলা, পৌরসভা তথ্য বাতায়ন ও ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টার সমূহ

জেলা রেকর্ড রম্নম থেকে নকলের জন্য দাখিলকৃত আবেদনপত্রের মূল কপি

নাই

উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ ০১৭৬২৬৯৪৬০১

০২৭৬৫০১০১

unorupganj@mopa.gov.bd

 

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ

  1.  

জেনারেল সার্টিফিকেট মামলা

নিষ্পত্তি সাপেক্ষ

১.প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফর্মে অনুরোধ পত্র (বিকুইজিশন)।

২. কোর্ট ফি, আইন ১৮৭০ এর আলোকে নির্ধারিত মূল্যের কোর্ট ফি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় স্ব-স্ব প্রতিষ্ঠান

প্রসেস ফি ১০ টাকা

 

  1.  

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরন

ভাতা জেলা থেকে প্রদান করা হয়। অত্রাফিস বীর মুক্তিযোদ্ধাদের তালিকা বা অন্য কোন প্রকার জটিলতা বিধি মোতাবেক নিরসন করে

 

-

-

-

  1.  

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার জন্য নতুন নাম অমত্মর্ভুক্তকরন, মরহুম মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীসহ ওয়ারিশদের নামে ভাতা অনুমোদন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান

বীর মুক্তিযোদ্ধাগন ও ওয়ারিশদের আবেদন করার পর উপজেলা ভাতা বিতরন কমিটির সভার সিদ্ধামত্ম মোতাবেক

 ১। কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সুপারিশপত্র

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩। মুক্তিযোদ্ধা সনদপত্র। ৪। অস্বচ্ছলাতার প্রমাণপত্র। ৫। ওয়ারিশ সনদপত্র ৬। প্রযোজ্য ক্ষেত্রে তদন্ত  প্রতিবেদন।

উপজেলা সমাজসেবা কার্যালয়

-

  1.  

মুক্তিযোদ্ধাদের দাফন কাফনের জন্য সাহায্য প্রদান সংক্রামত্ম আবেদন অগ্রগামীকরন

মরম্নহুম বীর মুক্তিযোদ্ধার আবেদন করার ৭ দিনের মধ্যে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বরাবর প্রেরণ করা হয়।

১। কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সুপারিশপত্র

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩। মুক্তিযোদ্ধা সনদপত্র। ৪। মৃত্যু সনদ। ৫। ওয়ারিশ সনদপত্র

উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন

-

  1.  

বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান সংক্রামত্ম চেক স্বাক্ষর করন

উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয় থেকে নাথি ও চেক উপস্থাপনের সাথে সাথে

১।  জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

২। মৃত্যু সনদ ৩। প্রত্যয়নপত্র

উপজেলা সমাজসেবা কার্যালয়

-

  1.  

রম্নরাল সোস্যাল সার্ভিস (আরএসএস) এর আওতায় ঋণ বিতরন

উপজেলা কমিটির সিদ্ধামত্ম মোতাবেক  আবেদনের প্রেক্ষিতে দ্রম্নততম সময়ের মধ্যে ঋণ বিতরন করা হয়

১.নির্ধারিত ফরমে আবেদন, ২.জাতীয় পরিচয়পত্র ৩.আবেদনকারীর ছবি ৪. দল গঠন ও দলের সভার কার্যবিবরনী

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় স্ব-স্ব প্রতিষ্ঠান

-

  1.  

পলস্নী মাতৃ কেন্দ্র (আরএমসি) এর আওতায় ঋণ বিতরন

উপজেলা কমিটির সিদ্ধামত্ম মোতাবেক  আবেদনের প্রেক্ষিতে দ্রম্নততম সময়ের মধ্যে ঋণ বিতরন করা হয়

১.নির্ধারিত ফরমে আবেদন, ২.জাতীয় পরিচয়পত্র ৩.আবেদনকারীর ছবি ৪. দল গঠন ও দলের সভার কার্যবিবরনী

-

  1.  

অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ঋণ বিতরন

উপজেলা কমিটির সিদ্ধামত্ম মোতাবেক  আবেদনের প্রেক্ষিতে দ্রম্নততম সময়ের মধ্যে ঋণ বিতরন করা হয়

১.নির্ধারিত ফরমে আবেদন, ২.জাতীয় পরিচয়পত্র ৩.আবেদনকারীর ছবি ৪. দল গঠন ও দলের সভার কার্যবিবরনী

উপজেলা সমাজসেবা কার্যালয়

-

  1.  

কৃষি খাস জমি বন্দোবসত্ম/কৃষি জমি একসনা বন্দোবসত্ম

উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্থ কমিটির সিদ্ধামেত্মর আলোকে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট থেকে নথি প্রাপ্তির পর ০২(দুই) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক মহোদয় বরাবর অগ্রগামী করা হয়।

১। নির্ধারিত ফরমে আবেদন ২। ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ

৩। স্বামী ও স্ত্রীর যৌথ ছবি।

৪। ভূমিহীন প্রত্যয়নপত্র

৫। অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে

উপজেলা ভূমি অফিস

একসনা বন্দোবসত্ম শতাংশ প্রতি ৫ টাকা

  1.  

পেরীফেরী ভূক্ত হাটবাজারের চান্দিনা ভিটি বন্দোবসত্ম

উপজেলা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধামেত্মর আলোকে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট থেকে নথি প্রাপ্তির পর ০২(দুই) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক মহোদয় বরাবর অগ্রগামী করা হয়।

১। নির্ধারিত ফরমে সত্যায়িত ছবি সহ আবেদন

২। নাগরিকত্বের সনদ

৩। ট্রেড লাইসেন্স

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

-

  1.  

‘ক’ তালিকা ভূক্ত অর্পিত সম্পত্তির ইজারা প্রদান/ ইজারা নবায়ন

‘ক’ তালিকাভূক্ত অর্পিত সম্পত্তি নতুন ভাবে ইজারা প্রদান কার্যক্রম আপতত বন্ধ তবে ইজারাকৃত জমির ওয়ারিশ কায়েমমোকাম, নাম পরিবর্তন, ক্ষতিপূরণ আদায় কার্যক্রম গ্রহণ করা হয়। ইজারা নবায়নের ক্ষেত্রে  সহকারী কমিশনার (ভূমি)’র নিকট থেকে কেস নথি প্রাপ্তির পর ০৭ দিন অথবা পক্ষগণকে শুনানী পূর্বক ইজারা প্রদান বা ইজারা নবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়।

২০/- টাকার কোর্ট ফি সহ আবেদন

উপজেলা ভূমি অফিস

-

  1.  

এলজিইডি কর্তৃক গৃহীত বাসত্মবায়িত প্রকল্প, প্রযোজ্য ক্ষেত্রে ঠিকাদারের বিল/প্রকল্প কমিটির সভাপতির বিল প্রদান

উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রসত্মাব প্রাপ্তির দুই দিনর মধ্যে

উপজেলা পরিষদ সভায় প্রকল্প অনুমোদনের পর পি পি আর ২০০৮ ও উপজেলা উন্নয়ন তহবিল ব্যবহার নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

উপজেলা প্রকৌশলী

-

  1.  

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সরকারি অংশের সম্মানী ভাতা প্রদান এবং সচিব ও গ্রাম পুলিশের বেতন ভাতা প্রদান

সরকারি বরাদ্দ প্রাপ্তির ০৩ দিনের মধ্যে

১০/-টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

-

  1.  

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংক্রামত্ম অভিযোগ, পরামর্শ, তথ্য ও করনীয় সম্পর্কে সেবা প্রদান

চাহিদা মোতাবেক স্বল্প সময়ে সেবা প্রদান করা হয়।

--

-

  1.  

উপজেলা পরিষদের আওতাধীন হাটবাজার বাৎসরিক ইজারা প্রদান

প্রতি বছর ১ বৈশাখের তিন মাস পূর্বে কার্যক্রম গ্রহণ করা হয়।

১। নির্ধারিত সিডিউল

২। হাটবাজার ইজারার দাখিলকৃত মূল্যের ৩০%জামানাতের ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার

-

  1.  

মৎস্যজীবীদের মাঝে পরিচয়পত্র বিতরন

উপজেলা কমিটির সিদ্ধামত্ম মোতাবেক

১। আবেদনপত্র ২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৩। আবেদনকারীর ছবি

উপজেলা মৎস্য অফিস

-

  1.  

মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ বিতরন

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তার নিকট থেকে সরবরাহ আদেশ (ডিও) প্রস্ত্তত এবং উপস্থাপনের সাথে সাথে

বিধি মোতাবেক

-

  1.  

জাটকা আহরনে বিরত রাখার জন্য মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান

উপজেলা টাস্ক ফোর্স কমিটির সিদ্ধামেত্মর আলোকে দ্রম্নত তম সময়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিধি মোতাবেক

-

  1.  

মৎস্যজীবীদের মাঝে অনুদান (নগদ টাকা,  জাল, নৌকা, মাছের পোনা, হাঁস-মুরগী, ছাগল, গরম্ন ইত্যাদি) বিতরন

 

--

-

  1.  

সার বিক্রয়ের জন্য ডিলার লাইসেন্স প্রদান

উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সিদ্ধামত্ম মোতাবেক

১। আবেদন পত্র

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,

৩। ইউপি চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র, ৪। সত্যায়িত পি পি সাইজ ছবি, ৫। ট্রেড লাইসেন্স, ৬। ফেরত যোগ্য জামানত ৩০,০০০/-

উপজেলা কৃষি অফিস

-

  1.  

বিসিআইস/ভর্তুকির সার বিক্রির লাইসেন্সের জন্য প্রতিবেদন প্রেরণ

উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সিদ্ধামত্ম মোতাবেক

১। আগমনী বার্তা

২। চালানপত্র আবেদনপত্র ৩। স্টক ও বিতরন বহি যাচাই বাছাইক্রমে বিক্রয়ের অনুমতি প্রদান

-

  1.  

জেলা থেকে প্রাপ্ত সার ডিলারদের মাঝে উপ বরাদ্দ প্রদান

উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব (উপজেলা কৃষি অফিসার) এর নিকট থেকে নথি প্রাপ্তির ২ দিনের মধ্যে

১। আগমনী বার্তা

২। চালানপত্র আবেদনপত্র ৩। স্টক ও বিতরন বহি যাচাই বাছাইক্রমে বিক্রয়ের অনুমতি প্রদান

-

  1.  

যুব ঋণ অনুমোদন ও বিতনর

উপজেলা যুবঋণ বিতরন কমিটির সিদ্ধামেত্মর আলোকে উপজেলা যুব উন্নয়ন অফিসার কর্তৃক নথি উপস্থাপনের সাথে সাথে

১। আবেদনপত্র

২। বন্ধকী জমির কাগজপত্র, ৩। যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণের সনদপত্র, ৪। আবেদনকারীর ছবি, ৫। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৬। অনুমোদিত ঋণের ৫% সঞ্চয় জমা।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর

-

  1.  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বরাদ্দে গৃহীত প্রকল্প বাসত্মবায়ন কার্যক্রম টিআর, কাবিখা, কাবিটা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি উন্নয়ন মূলক কার্যক্রমের বিল/খাদ্য সামগ্রী ছাড়করণের সরকারি আদেশ (ডিও) স্বাক্ষর করন

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা হতে প্রসত্মাব প্রাপ্তির পর দুই দিনের মধ্যে

ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত এবং জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনের পর পরিপত্রের আলোকে প্রয়োজনীয় কাগজপত্র

প্রকল্প বাসত্মবায়ন অফিস

-

  1.  

জিআর খাদ্যশষ্য নগদ টাকার আবেদন অগ্রায়ন

আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বারাবর প্রেরণ করা হয়।

১। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনপত্র

২। প্রকল্প বাসত্মবায়ন অফিসার কর্তৃক তদমত্ম প্রতিবেদন

-

  1.  

মানবিক সহায়তার আওতায় ভিজিএফ, ঢেউটিন, শীত বস্ত্র, দুম্বা, খেজুর, তেল, শাড়ি-লুঙ্গি বিতরন

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়ার পর দ্রম্নততম সময়ে

মানবিক সহায়তা নির্দেশিকার নির্দেশনা মোতাবেক

-

  1.  

প্রাকৃতিক দুর্যোগ (বন্যা,সাইক্লোন, জলোচ্ছাস, ভূমিকম্প, অগ্নিকান্ড, টর্নেডো, নদী ভাঙ্গন ইত্যাদি) এর ক্ষয়ক্ষতি নির্ধারন এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর ত্রাণ সহায়তার জন্য চাহিদাপত্র প্রেরণ ও সহায়তা প্রাপ্তির পর বিতরন।

প্রাকৃতিক দুর্যোগ ঘটার দ্রম্নততম সময়ের মধ্যে প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করা হয়।

এসওএস এবং ডি ফরম

-

  1.  

দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরন ও খাদ্য শষ্য ছাড়করন

উপজেলা কমিটির সিদ্ধামেত্মর আলোকে বিধি মোতাবেক ইউনিয়ন ভিত্তিক তালিকা প্রণয়ন করা হয়। মাসিক খাদ্য শস্য ছাড়করণের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নথি উপস্থাপনের সাথে সাথে খদ্যশষ্য সরবরাহ আদেশ (ডিও) স্বাক্ষর  করা হয়।

বিধি মোতাবেক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

-

  1.  

বিআরডিবি পলস্নী প্রগতি প্রকল্পের আওতায় ÿুদ্র ঋণ অনুমোদন ও বিতরন

উপজেলা ÿুদ্র ঋণ বিতরন কমিটির সিদ্ধামেত্মর আলোকে উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নথি উপস্থাপনের সাথে সাথে

-

বিআরডিবি

-

  1.  

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও পোষ্যদের ঋণ বিতনর প্রকল্প

উপজেলা ÿুদ্র ঋণ বিতরন কমিটির সিদ্ধামেত্মর আলোকে উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নথি উপস্থাপনের সাথে সাথে

-

-

  1.  

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর স্কেলে বেতন নির্ধারন

উচ্চতর বেতন স্কেল নির্ধারন কমিটির সিদ্ধামেত্মর আলোকে

-

উপজেলা শিক্ষা অফিস

-

  1.  

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা প্রদান

উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে নথি প্রাপ্তির ০২ দিনের মধ্যে

-

-

  1.  

সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বে-সরকারি কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার বেতন বিল প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানের বিবিধ প্রশাসনিক কার্যাবলী

শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন বিল প্রাপ্তির ২ দিনের মধ্যে এবং যে কোন প্রশাসনিক কাজের প্রসত্মাব প্রাপ্তির ০৭ দিনের মধ্যে

-

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

-

  1.  

ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা  মন্ত্রণালয়, জেলা পরিষদ, সংস্থা/বিভাগ কর্তৃক অনুদান বিতরন

বরাদ্দ প্রাপ্ত সুফলভোগীকে অবহিত করা হয়। সুফল ভোগী কর্তৃক চাহিদা মোতাবেক কাগজ পত্রাদি দাখিলে ০৩দিনের মধ্যে ত্য প্রেরণ করা হয়।

-

-

-

  1.  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগ

আবেদন প্রাপ্তির ০৩ দিনের মধ্যে

-

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

-

  1.  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাতিলের বিরম্নদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি।

প্রিজাইডিং অফিসার কর্তৃক মনোনয়ন বাতিলের ২ দিনের মধ্যে।

-

-

  1.  

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনে আর্থিক অনুদান প্রদান

বৃত্তি ফরম পাওয়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়।

 

উপজেলা শিক্ষা অফিস

-

  1.  

বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারিভাবে বৃত্তি প্রদান সংক্রামত্ম

প্রতিষ্ঠান অনুকুলে বরাদ্দ হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান অনুদান পাওয়ার আবেদন করার দুই দিনের মধ্যে প্রদান করা হয়।

-

-

-

  1.  

একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ঋণ বিতরন

আবেদনের আলোকে যাচাই বাছাই পূর্বক বিধি মোতাবেক নথি অনুমোদন করা হয় এবং অনলাইনের মাধ্যমে অনুমোদন করা হয়

-

-

-

  1.  

সরকারি রাজস্ব অনুদানের বই জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সংগ্রহের নিমিত্ত প্রতিস্বাক্ষরকরন

আবেদনের দুই দিনের মধ্যে

-

-

-

  1.  

নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন (এনজিও) এর কার্যক্রম বা কর্মদক্ষতার উপর প্রত্যয়নপত্র প্রদান

আবেদনের ১৫ দিনের মধ্যে

  •  

উপজেলা সমবায় অফিস

-

  1.  

যাত্রা/মেলা/সার্কাস/সিনেমা/ পেট্রোল পাম্প স্থাপন/ ইটের ভাটা স্থাপন সংক্রামত্ম তদমত্ম প্রতিবেদন প্রেরণ

আবেদন প্রাপ্তির ৭দিনের মধ্যে তদমত্ম পূর্বক যথাযথ  কর্তৃপক্ষ বরাবর অগ্রগামী করা হয়

-

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

-

  1.  

গণ শুনানি সংক্রামত্ম

আবেদন কারীর উপস্থিতিতে তৎক্ষণিক সমস্যার শুনানি করা হয় এবং সম্ভাব্য সমাধান প্রদান করা হয়।

 

 

  1.  

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী চাহিত তথ্য সরবরাহ

তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৮ ধারার তথ্য প্রাপ্তির অনুরোধ পত্র পাবার পর ৯ ধারার বিধান অনুসারে ২০ দিনের মধ্যে আইন দ্বারা সরবরাহ যোগ্য তথ্য/তথ্যাবলী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সরবরাহ করবেন

-

-

  1.  

বিভিন্ন ই-সেবা সংক্রামত্ম

আবেদন প্রাপ্তির সাথে সাথে জেলা ই সেবা কেন্দ্রে অগ্রায়ন করা হয়।

-

-