Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাঞ্চন পৌরসভা

নারায়ণগঞ্জ জেলাধীন কাঞ্চন পৌরসভা একটি “খ” শ্রেণীর পৌরসভা। পৌরসভাটি ০৭/১০/২০০২ খ্রিঃ তারিখে প্রতিষ্ঠা লাভ করেছে। অতঃপর  ১০ মে ২০০৩ প্রথম, ২৮ জুন ২০১৪ খ্রিঃ তে ২য় ও সর্বশেষ ২৫ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।পৌরসভার আয়তন ২৩.০৮ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় ৮০,০০০(আশি হাজার)। পৌরসভার বর্তমান মেয়র  জনাব মোঃ  রফিকুল ইসলাম এর গতিশীল নেতৃত্বে পৌরসভার  উন্নয়নমূলক কর্মকান্ড দ্রæতগতিতে এগিয়ে চলছে। বর্তমানে পৌরসভার বার্ষিক রাজস্ব আয়  প্রায় পাঁচ কোটি টাকা। ভৌগলিক দিক দিয়ে পৌরসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ন এলাকা। উক্ত এলাকায় বহু উন্নয়নমূলক আবাসিক এলাকা (হাউজিং প্রকল্প),কল-কারখানা,বিভিন্ন ইন্ড্রাষ্ট্রি গড়ে ওঠেছে এতে হাজার হাজার শ্রমজীবির কর্মসংস্থান হচ্ছে।পৌরসভার রাজস্ব ও উন্নয়ন তহবিলের আওতায় প্রতি বছর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। মাননীয় মেয়র মহোদয় পৌরসভার উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।এখানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগন কাজের প্রতি খুবই অন্তরিক।কর্মকর্তা/কর্মচারীগনের অন্তরিক চেষ্টা ও পৌরপরিষদের সন্মানিত সদস্যগনের সহযোগিতায় কাঞ্চন পৌরসভা অদূর ভবিষ্যতে একটি মডেল পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে।

কাঞ্চন পৌরসভা ডিজিটাল সেন্টার

মোবাইলঃ ০১৭২১৪০২০৩২