রাজধানী ঢাকার পূর্ব সীমানায় মৃদমন্দ স্রোতস্বীনী শীতলক্ষ্যার দুই তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠা জনপদ-নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা।
সীমানাঃ-ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, পশ্চিমে রাজধানী ঢাকার ডেমরা, সবুজবাগ ও গুলশান থানা, দক্ষিনে সোনারগাঁ ও পূর্বে আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা।
নামকরণঃ-রূপগঞ্জ নামকরণের সঠিক ইতিহাস আজও অজানা। তবে পটুয়ার নিখুত তুলির আচঁড়ে পটে আঁকা ছবির মত নদী, গিরি, বনরাজী বেষ্টিত দিগন্ত জোড়া সবুজ মাঠের নৈসর্গের মহা সমারোহে মুগ্ধ হয়ে কোন প্রকৃতি প্রেমী, সৌন্দর্য পিয়াসী ভাবুক পর্যটক এ এলাকা দর্শনে বিমোহিত হয়ে বিমুগ্ধ চিত্তে আনমনে হয়তো বলে ফেলেছিলেন- রূপগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস