প্রাকৃতিক গ্যাসঃ রূপগঞ্জে দেশের ২৬ তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। পূর্বাচল এলাকায় ৫০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) মজুদের ক্ষেত্রটি আবিষ্কারকরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড(বাপেক্স)। তবে সঞ্চালন লাইন না থাকায় এখনই এক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে না। বাপেক্সের মতে, এক্ষেত্র থেকে ৪০ বিসি এফ গ্যাস উত্তোলন করা যাবে।৮ থেকে ১০ বছর প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। জুন-২০১৪ এর ১ম সপ্তাহে ৩,৬০০ মিটার গভীরে অনুসন্ধান কূপটির একেবারে নিচের দিকে মাত্র দেড়মিটার পুরু একটি গ্যাসের স্তর পাওয়া যায়।বাপেক্স ২০১০ সালে রূপগঞ্জের ১০৯ কিলোমিটার জুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। প্রসঙ্গত, ১৯৮১ সালে পূর্বাচলের বর্তমান ক্ষেত্রটি থেকে তিন কিলোমিটার দূরে কামতা এলাকায় ২৪০০ মিটার গভীরে ৭১ বিসি এফ গ্যাসের মজুদ পাওয়া যায়। ১৯৯১ সাল পর্যন্ত প্রায় ৫০ বিসি এফ গ্যাস উত্তোলনের পর গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সূত্র: আলোকিত বাংলাদেশ, তারিখ: ২২-০৬-১৪
http://www.alokitobangladesh.com/oldepaper/?archiev=yes&arch_date=22-06-2014#
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস