অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ
অত্র কার্যালয়ে নিম্ন লিখিত উইং ভিত্তিক কাজ সম্পাদন করিয়া পাবনা আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়।
১। সেন্সাস উইংঃ সেন্সাস উইং এর অধীনে আদম শুমারী ও গৃহ গননা -২০১১ প্রকল্পের আদম শুমারী ও গৃহ গননা এর কাজ মার্চ ২০১১ ইং মাসে অনুষ্ঠিত হইয়াছে। কৃষি শুমারী -২০০৮ গত ২০১১ সালে প্রকাশিত হইয়াছে। আগামীতে অকৃষি অর্থনৈতিক শুমারীর কাজ এবং তাঁত শুমারীর কাজ অনুষ্ঠিত হইবে।
২। এগ্রিকালচার উইং এর কাজঃ প্রধান ৬টি ফসল (যথাঃ আউশ, আমন, বোরো,গম, আলু ও পাট)-এর ফসল কর্তন এবং প্রধান ও অপ্রধান মোট ১১৮ টি ফসলের জন্য কৃষকের সাক্ষাৎকার গ্রহন, দাগগুচ্ছ পর্যবেক্ষণ জরিপ এর মাধ্যমে ফসল সমুহের আয়তন, একর প্রতি ফলন ও উৎপাদন হিসাব নির্ণয় করা হয়। প্রধান ফসল সমূহের পূর্বভাস জরিপ, মূল্য ও উৎপাদন খরচ জরিপ কাজ মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করিয়া প্রেরন করা হয়। প্রত্যেক মাসের মাসিক কৃষি মজুরীর হার জরিপ প্রেরণ করা হয়। ইহা ছাড়াও বিভিন্ন ফসল সমূহের জরিপ কাজ সম্পাদন করিয়া প্রতিবেদন সমূহ প্রেরণ করা হয়।
৩। ডেমোগ্রাফী এন্ড হেলড উইং এব কাজঃ নমুনা এলাকা ভিত্তিক জন্ম,মূত্য, বিবাহ, তালাক, আগমন, বহির্গমন, জন্ম নিয়ন্ত্রন, প্রতিবন্ধী এর তথ্য সংগ্রহ করিয়া প্রেরন করা হয়। পুষ্টি জরিপ, মা ও শিশুদের উপর বিভিন্ন জরিপ করা।
৪। ন্যাশনাল একাউন্টিং উইং এর কাজঃ জাতীয় আয় ব্যয়, চলতি উৎপাদন, মূল্য ও মজুরী, সূচক সমূহের কাজের অগ্রগতি, খানার আয়-ব্যয় জরিপ ইত্যাদি কাজ সমূহ করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
দায়িত্ব (Mission) tবাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা, কৃষি, জাতীয় আয় ও বানিজ্য, স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রামত্ম বিষয়ে সঠিক ও মানসম্মত হালনাগাদ পরিসংখ্যান সরবরাহ করা । পাশাপাশি, নীতি নির্ধারক পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষণা/ জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত পরিবেশন করা ।
সেবা সমূহঃ
১। দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ।
২। প্রতি দশ বৎসর অমত্মর আদম শুমারী, কৃষি শুমারী, এবং অথনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।
৩। মোট দেশজ উৎপাদন (GDP)এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়, ইত্যাদি নিরূপন ও প্রকাশ ;
৪। ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অমত্মর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI) নিরূপন ও প্রকাশ ;
৫। বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
৬। বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ;
৭। বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রামত্ম পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
৮। শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।
৯। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে তাদের আথ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statistics প্রস্ত্তত ও প্রকাশ;
১০। খানায় আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্ত্তত ও প্রকাশ।
পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা কমিশন এবং এ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান, দপ্তর এবং একাডেমী কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধার প্রাপ্তির ÿÿত্রে যে কোন মতামত এবং অভিযোগ প্রেরণ করতে হলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করম্ননঃ
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইলঃ ০১৭১২-000000
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস