নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাস্থ তারাব পৌরসভার ঢাকা-নরসিংদী মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ডের উত্তর-পশ্চিমে ০৩ কি:মি: দূরে পাকা রাসত্মার পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ও উপজেলা সদর হতে ০৩ কি:মি: দক্ষিণে গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ০১টি দ্বিতল ভবন, ০২টি একতল পাকা, ০১টি আধা পাকা ও ০১টি টিনসেড ভবন এবং সামনে খেলার মাঠ আছে। বিদ্যালয়ের পূর্বাংশে পাঠাগারের সামনে দর্শনীয় শহীদ মিনার আছে। মোট ২১৪ শতক জায়গার নিয়ে বিদ্যালয়টির অবস্থান।
স্কুল কোড নং-২৬০৬,
থানা কোড নং -১৫৪,
জেলা কোড নং -১৬,
EIIN NO- 112495
গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মসিরউদ্দিন ভূঁইয়া অত্র এলাকায় একটি হাইস্কুল প্রতিষ্ঠার প্রসত্মাব দিলে স্থানীয় সর্বসত্মরের ব্যক্তিবর্গ এ প্রসত্মাব সমর্থন করেন এবং হাইস্কুল প্রতিষ্ঠার ব্যাপারে স্ব-স্ব অবস্থান থেকে সামর্থানুযায়ী অর্থ, সম্পদ, শ্রম ও পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। মাত্র ৩৬ জন শিক্ষার্থী এবং ০৬ জন শিক্ষক নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরম্ন হয়। ক্রমে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় জায়গার সংকীর্ণতা ও চাহিদা পূরণে বর্তমান স্থানে ১৯৯৬ সালে বিদ্যালয়টি স্থানামত্মরিত হয়। আজ এর শিক্ষার্থীর সংখ্যা ৬৩৩ জন।
ক্রমিক নং | সদস্যের নাম | পদবি |
১. | জনাব গাজী গোলাম মর্ত্তুজা (পাপ্পা) | সভাপতি |
২. | জনাব মো: আবুল হোসেন | শিক্ষক প্রতিনিধি |
৩. | জনাব মো: আব্দুস সোবহান | শিক্ষক প্রতিনিধি |
৪. | জনাব মো: আনোয়ারুল ইসলাম | অভিভাবক সদস্য |
৫. | জনাব ওমর ফারম্নক | ঐ |
৬. | জনাব কবির হোসেন | ঐ |
৭. | জনাব মো: নাসির উদ্দিন | ঐ |
৮. | জনাব মো: গোলবকস ভূঁইয়া | দাতা সদস্য |
৯. | জনাব মো: ছারোয়ার হোসেন রাছেল | কো-অপ্ট সদস্য |
১০. | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
শিগ্রই আপলোড করা হবে
৬-১০
এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ। খেলাধুলায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ। সহপাঠক্রমিক কার্যবলিতে উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্য অর্জন।
বিদ্যালয়টি মাধ্যমিক সত্মর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা। তাছাড়া শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদান। শিক্ষার্থীদেরকে মননশীল, যুক্তিবাদী, দেশপ্রেমিক, প্রগতিশীল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।
নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলাস্থ তারাব পৌরসভার অমত্মর্গত রূপসী এলাকার গন্ধর্বপুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। ঢাকা-নরসিংদী মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ড থেকে ৩ কি:মি: দূরে উত্তর-পশ্চিম দিকে এবং রূপগঞ্জ উপজেলা সদর হতে ৩ কি:মি: দক্ষিণে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে পাকা সড়কের পাশে নান্দনিক পরিবেশে বিদ্যালয়টির অবস্থান।
ষষ্ঠ শ্রেণি
রোল নং | নাম | পিতার নাম | মাতার নাম |
০১ | আশরাফুল ইসলাম | মোঃ আনোয়ার হোসেন | মোসাঃ মনোয়ারা বেগম |
০২ | মোঃ সবুজ মিয়া | মোঃ বাসার মিয়া | মোসাঃ খাদিজা বেগম |
০১ | ফরজানা আলম মাইশা | মোঃ শাহআলম মিয়া | হামিদা আক্তার |
সপ্তম শ্রেণি
রোল নং | নাম | পিতার নাম | মাতার নাম |
০১ | জান্নাতুল বুশরা সুমা | মোঃ আলী হোসেন | সেলিনা বেগম |
০২ | তামান্না ফেরদৌসী শামত্মা | মোঃ মোশারফ হোসেন | শেফালী মাহমুদা |
০৩ | মোঃ রম্নবেল মিয়া | মোঃ লাল মিয়া | মোসাঃ রহিমা বেগম |
অষ্টম শ্রেণি
রোল নং | নাম | পিতার নাম | মাতার নাম |
০১ | সাজিয়া স্বর্ণা মানজিলা | মোঃ আজিম উদ্দিন | হামিদা বেগম |
০২ | রাকিব উল হাসান বাপ্পি | মোঃ আবুল কালাম | জেসমিন বেগম |
০৩ | সুমা আক্তার | আব্দুর রহমান | কামরম্নন্ নাহার |
নবম শ্রেণি
রোল নং | নাম | পিতার নাম | মাতার নাম |
০১ | জেবা আনিকা | ইসমাইল হোসেন | নাজমা আক্তার |
০২ | সাদিয়া আফরিন | মোঃ সফিউদ্দিন | হালিমা খাতুন |
০৩ | সোহানা | মোঃ জহর আলী | শাহিদা বেগম |
দশম শ্রেণি
রোল নং | নাম | পিতার নাম | মাতার নাম |
০১ | নুসরাত জাহান শামত্ম | এ.বি.এম রোকন উদ্দিন | খালেদা শারমিন |
০২ | সানজিদা খন্দকার | শরীফ হোসেন | শাহনাজ বেগম |
০৩ | সুমাইয়া আক্তার উর্মি | মোসলেহ্ উদ্দিন | শারমিন মাহবুবা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস