জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ, আরও অধিক সংখ্যক জি.পি.এ ৫ অর্জন ও ৬০% বৃত্তি অর্জন। ইহাছাড়া খেলাধুলায়, সাংস্কৃতিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন, স্কাউটিং ও আর্তমানবতার সেবাদান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন ও উৎযাপনে বিশেষ ভূমিকা পালন ও কৃতিত্ব অর্জন প্রত্যাশী। ইহাছাড়াও ছাত্র- ছাত্রীদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ করা, দেশের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস অবহিত করা, স্বাধীনতার স্থপতি সম্পর্কে সত্য ও বস্ত্তনিষ্ঠ তথ্য সম্পর্কে অবহিত করা, অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলা, উন্নত চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মাধ্যমে সরকারের ভিশন ২১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখা ।
স্থাপিত- ১৯২৯ ইং
প্রতিষ্ঠানটি বৃটিশ আমলে (১৯২৯ ইং সনে) প্রতিষ্ঠিত ও ১৯৪৪ ইং সনে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। ১৯৮২ ইং সনে এম.পি.ও ভূক্ত। দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পরিচালিত। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জন সহ স্কাউটিং, খেলাধুলা, বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যকলাপ, আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপন ইত্যাদি কাজে সক্রিয় অংশগ্রহন পূর্বক এক অনন্য সাফল্য ও বৈশিষ্ট্যের দাবীদার। ইহাছাড়া অত্র বিদ্যালয়ের কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারী কর্মকর্তা, মন্ত্রী, শিল্পপতিসহ বহুবিধ প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত। বিদ্যালয়টি শীতলক্ষা বিধৌত কাঞ্চন শিল্পাঞ্চলে এক মনোরম পরিবেশে অবস্থিত। ইহার ভৌত অবকাঠামো, সুবিশাল খেলার মাঠ ইহাকে আরও সৌন্দর্য মন্ডিত করিয়াছে।
সভাপতিঃ
সদস্য সচিবঃ
অভিভাবক প্রতিনিধীঃ
বিগত ৫ বছরের এস.এস.সি পরীক্ষার ফলাফল (সাধারণ শাখা)ঃ
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের শতকরা হার | জি.পি.এ ৫ প্রাপ্ত |
২০০৯ ইং | ৯০ জন | ৮১ জন | ৯০% | ০৫ জন |
২০১০ ইং | ৬৯ জন | ৬২ জন | ৮৯.৮৫% | ০৫ জন |
২০১১ ইং | ৭২ জন | ৬৯ জন | ৯৭.২২% | ১০ জন |
২০১২ ইং | ৬৪ জন | ৬৪ জন | ১০০% | ১১ জন |
২০১৩ ইং | ৬১ জন | ৬১ জন | ১০০% | ০৯ জন |
বিগত ৫ বছরের এস.এস.সি পরীক্ষার ফলাফল (ভোকেশনাল শাখা)ঃ
সারাদেশে ৯ম স্থান অধিকার
সন | পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের শতকরা হার | জি.পি.এ ৫ প্রাপ্ত |
২০০৯ ইং | ৪৩ জন | ৪৩ জন | ৯৭.৬৭% |
|
২০১০ ইং | ৩২ জন | ৩২ জন | ১০০% |
|
২০১১ ইং | ৬১ জন | ৬১ জন | ১০০% | ০১ জন |
২০১২ ইং | ৬১ জন | ৬০ জন | ৯৮.৩৬% | ১৪ জন |
২০১৩ ইং | ৫৮ জন | ৫৭ জন | ৯৮.২৭% | ০১ জন |
বিগত ৩ বছরের জে.এস.সি পরীক্ষার ফলাফলঃ
সন | পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের শতকরা হার | জি.পি.এ ৫ |
২০১০ ইং | ১০৭ জন | ১০৩ জন | ৯৬.২৬% |
|
২০১১ ইং | ৬৯ জন | ৬২ জন | ৮৯.৮৫% |
|
২০১২ ইং | ১০৫ জন | ১০৪ জন | ৯৯.০৪% | ৯ জন |
১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত
প্রতিষ্ঠানটি ফলাফলের দিক হইতে অনন্য বৈশিষ্ট্যের দাবীদার। শতভাগ পাশসহ আশানুরূপ জি.পি.এ ৫ প্রাপ্ত হইতেছে। ২০১২ ইং সনে এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় সারাদেশে অত্র বিদ্যালয়টি ৯ম স্থান অধিকার করিয়াছে। ইহাছাড়া মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি অর্জনেও এলাকার সকল প্রতিষ্ঠানের শীর্ষে ইহার অবস্থান। ইহাছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক কার্যকলাপ, স্কাউটিং, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ পালনে, সামাজিক উন্নয়নে, প্রাকৃতিক দূর্যোগ, আর্তমানবতার সেবায় শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটি সক্রিয় অংশগ্রহন পূর্বক এলাকার সকল মহলের প্রশংসা অর্জনে সক্ষম হইয়াছে। একাধিকবার অত্র বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাইয়াছে। ইহাছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকের মর্যাদায় ভূষিত হয়েছে।
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ, আরও অধিক সংখ্যক জি.পি.এ ৫ অর্জন ও ৬০% বৃত্তি অর্জন। ইহাছাড়া খেলাধুলায়, সাংস্কৃতিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন, স্কাউটিং ও আর্তমানবতার সেবাদান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন ও উৎযাপনে বিশেষ ভূমিকা পালন ও কৃতিত্ব অর্জন প্রত্যাশী। ইহাছাড়াও ছাত্র- ছাত্রীদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ করা, দেশের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস অবহিত করা, স্বাধীনতার স্থপতি সম্পর্কে সত্য ও বস্ত্তনিষ্ঠ তথ্য সম্পর্কে অবহিত করা, অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলা, উন্নত চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মাধ্যমে সরকারের ভিশন ২১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখা ।
কাঞ্চন, রূপগঞ্জ
নারায়ণগঞ্জ।
মেধাবী ছাত্র-ছাত্রীর তালিকা (প্রতি শ্রেনী হতে ৫ জনের)ঃ
শ্রেণী | ছাত্র-ছাত্রীর নাম | রোল |
৬ষ্ঠ | মাহমুদুর রহমান শান্ত | ৯ |
ফরহাদ হোসেন শিশির | ৪ | |
প্রান্ত সাহা | ১৬ | |
সাথী রাণী দাস | ১০ | |
আফিয়া আনজুম | ৫ | |
৭ম | মহিমা আক্তার | ২ |
সারদা রাণী শুক্লা | ৩ | |
উর্মি আক্তার | ২৪ | |
হাসান মোল্লা | ৫ | |
হিল্লোল দাস | ৬ | |
৮ম | আহসান কবির প্রান্ত | ১ |
ওমর আলী | ২ | |
অদন্য দাস | ৫ | |
নূরসাদ জাহান মীম | ১১ | |
সুমাইয়া আক্তার | ১৯ | |
৯ম | রাইয়ান মজিব | ৯ |
মঈন ভূইয়া | ১ | |
শান্ত শেখ | ২ | |
লামিয়া নওশিন ধ্রুব | ৩ | |
অজন্তা দাস | ৫ | |
১০ম | পার্থ সূত্রধর |
|
মারুফ ভূইয়া |
| |
অজয় রায় |
| |
মুক্তা রাণী দাস |
| |
নিপা নাজিম |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস